জলপাই চাষ জমি নির্বাচন ও তৈরিঃ বন্যার পানি দাঁড়ায় না এমন উঁচু বা মাঝারী উঁচু জমি নির্বাচন করে আগাছা পরিষ্কারপূর্বক ভালভাবে চাষ দিতে হবে। রোপণের সময়ঃ মে-অক্টোবর মাস চারা রোপণের উপযুক্ত সময়। তবে পানি সেরে সুব্যবস্থা থাকলে সারা বছরই চারা রোপণ করা যেতে পারে। গর্ত তৈরিঃ কলম রোপণের অন্তত ১৫-২০ দিন পূর্বে সোয়া ২৩ ফুট […]