রোগের নামঃ মৌরী’র অল্টারনারিয়া পাতা ও আম্বেল ব্লাইট রোগের কারণঃ Alternaria brassicola নামক ছত্রাকের কারণে এ রোগ হয়ে থাকে। লক্ষণঃ রোগটি ফুল আসার সময় থেকে শুরু হয়। গাছের পাতায় প্রথমে খুব ছোট হালকা বেগুনি বর্ণের দাগ পড়ে। ক্রমশ পাতার দাগগুলো বেগুনি, বাদামী ও শেষে কালো হয়। ফুল, শাখা-প্রশাখা এবং কা-েও দাগ দেখা যায়। পরবর্তীতে সমস্ত গাছ […]