পরিবার Cyprinidae , বৈজ্ঞানিক নাম Labeo erythrurus থাইল্যান্ড এদের স্বদেশ বলে মনে করা হয়। এদের লম্বাকৃতির টর্পেডো-জলজাহাজের মতো শরীর। সোজা পেট। পিঠের দিকটা অনেকটা ত্রিকোণাকৃতি। মুখ চুষে ও চিবিয়ে খাওয়ার উপযুক্ত। মুখের সামনে দু’ জোড়া শুঁড়ের মতো থাকে। পিঠের দিকের রঙ ধূসর, নীলচে, কালো হয়ে থাকে। নীচের দিকে রঙ একেবারে হালকা। সমস্ত পাখনা লাল রঙের। এদের দৈর্ঘ্য ১২ সেমি […]