মাসকোভি বা চীনা হাঁস পালন বিশ্বজুড়ে খুব জনপ্রিয়। কারণ, গৃতপালিত হাঁসের একটি অত্যন্ত পুরাতন এবং জনপ্রিয় জাত। মাসকোভি হাঁস সাধারণত আকারে বড় এবং মেক্সিকো, মধ্য এবং দক্ষিণ আমেরিকায় এদের আদিবাস। তবে, বর্তমানে সারা বিশ্বেজুড়ে এই জাতের হাঁস পালন করা হয়।বাংলাদেশ এবং ভারত সহ নানা দেশে পালিত হয়ে আসছে এই চীনা হাঁস বা মাস্কোভি জাতের হাঁস। […]