পালন তথ্যঃ সাদ বা লালা লেয়ার মুরগির বাচ্চা থেকে পরুষ বাচ্চা বাছায় করা হয় এবং সেই পরুষ বাচ্চা কে কক মরোগ বলে কক জাতের মোরগ ক্ষেত্রে পালন কালীন সময় ৫৫-৬০ দিন। ৫৫-৬০ দিনে একটি মুরগি গড়ে ১.৫ কেজি খাদ্য গ্রহন করে। ৫৫-৬০ দিনে একটি মুরগির গড় ওজন ৭০০ গ্রাম হয়ে থাকে। নিয়মিত টীকা প্রদান করলে […]