দেশি গলা ছিলা মুরগি পালন

পালন তথ্যঃ দেশি গলা ছিলা জাতের মোরগ ক্ষেত্রে পালন কালীন সময় ৫৫-৬০ দিন। ৫৫-৬০ দিনে একটি মুরগি গড়ে ১.৫ কেজি খাদ্য গ্রহন করে। ৫৫-৬০ দিনে একটি মুরগির গড় ওজন ৭০০ গ্রাম হয়ে থাকে। নিয়মিত টীকা প্রদান করলে এবং খামার পরিচ্ছন্ন রাখলে রোগ-বালাই আনুপাতিক হারে কম দেখা যায়।  কক জাতের মুরগির ক্ষেত্রে এখনো কোন মহামারী পরিলক্ষিত […]

X