মাইকোপ্লাজমোসিস (সি.আর.ডি)

মাইকোপ্লাজমোসিস (সি.আর.ডি) মোরগ-মুরগির মাইকোপ্লাজমা জনিত কয়েক প্রকার রোগকে সাধারণভাবে ক্রনিক রেসপিরেটরী ডিজিজ বা সি.আর.ডি বলে। এই রোগে প্রাথমিকভাবে মোরগ-মুরগির শ্বাসতন্ত্র আক্রান্ত হয়। লক্ষণঃ আক্রান্ত মোরগ-মুরগির শ্বাসনালীতে ঘড় ঘড় শব্দ হয়। নাক দিয়ে সর্দি ঝরা সহ হাঁচি ও কাশি পরিলক্ষিত হয়। আক্রান্ত পাখির খাদ্য গ্রহণ কমে যায় ও ওজন কমতে থাকে। ডিম পাড়া মুরগির ডিম দেয়া […]

X