লাউ/কুমড়ার ডাউনি মিলিডিউ রোগ
রোগের নামঃ
লাউ/কুমড়ার ডাউনি মিলিডিউ রোগ – Downey Mildew of Bottle Gourd (Pseudoperenospora cubensis) ছত্রাক রোগ।
লক্ষণঃ
- আবহাওয়া অপেক্ষাকৃত ঠান্ডা ও স্যাঁতসেঁতে, সেসব এলাকায় এ রোগ ক্ষতি করে।
- এ রোগ শুধু পাতয় হয়। আক্রান্ত পাতায় কোণাকৃতি ও হলুদ রংয়ের দাগ দেখা যায়। পরে দাগগুলো সমস্ত পাতায় ছড়িয়ে পড়ে।
- আক্রান্ত পাতার নিচে গোলাপী বা বেগুণী ছত্রাক দেখা যায়।
- পাতা ক্রমেই বাদামী রংয়ের এবং কুঁচকে যায়।
- বয়স্ক পাতা মারা যাওয়ার সাথে সাথে কচি পাতায় এ রোগ আক্রমণ করে।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- আক্রান্ত গাছ থেকে বীজ সংগ্রহ না করা।
- রোগ প্রতিরোধ জাত ব্যবহার করা।
- সুষম সার ব্যবহার করা।
- আক্রান্ত গাছের পরিত্যক্ত অংশ সংগ্রহ করে নষ্ট করা।
- ১-২ গ্রাম সিকিউর বা ম্যানকোজের ২ গ্রাম বা রিডোমেল গোল্ড ২ গ্রাম/প্রতি লিটার পানি মিশিয়ে স্প্রে করা।