রোগের নামঃ
ছোলার গোড়া পচা রোগ Foot Rot Disease of Gram (Sclerotium rolfsii & Fusarium oxysporum) ছত্রাকজনিত রোগ।
লক্ষণঃ
- চারা অবস্থায় এই রোগের প্রাদুর্ভাব বেশী দেখা যায়।
- রোগে আক্রান্ত গাছ প্রথমে হলদেটে হয়ে যায়।
- অতঃপর আস্তে আস্তে নেতিয়ে পড়ে এবং শুকিয়ে মারা যায়।
- চারা গাছের শিকড় এ কা-ের সংযোগ স্থলে এই রোগের আক্রমণ হলে আক্রান্ত স্থানে কালো দাগের সৃষ্টি হয়। আস্তে আস্তে দাগ বৃদ্ধি পেয়ে আক্রান্ত অংশে পচন ধরে এবং গাছ মরে যায়।
- স্যাঁতসেঁতে আবহাওয়ায় আক্রান্ত স্থানে সাদা রঙের তুলার মত ছত্রাকের মাইলেসিয়াম এবং সরিষার দানার মতো স্কেলেরোশিয়া দেখা যায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- আক্রান্ত গাছ তুলে পুড়ে ফেলা।
- অতিরিক্ত সেচ পরিহার করা।
- পরিমাণ মতো ইউরিয়া সার ব্যবহার করা।
- বীজ বপনের পূর্বে প্রোভেক্স ২০০ ডব্লিউপি অথবা নীমপাতার রস, শুকনো বীজের সাথে (১:২) হারে মিশিয়ে বীজ শোধন করা।
- অর্ধপচা মুরগির বিষ্ঠা ৫ টন/ হেক্টর হারে বীজবপনের কমপক্ষে ২১ দিন আগে মাটিতে প্রয়োগ করা এবং মাটির সাথে ভালভাবে মিশিয়ে সেচ প্রদানের মাধ্যমে পচাতে সাহায্য করা।
- অতঃপর অটোস্টিন (কার্বেন্ডাজিম) বা প্রোভেক্স (কার্বোক্সিন+থিরাম) দ্বারা ০.২৫% হারে বীজ শোধন করে বপন করা।
- বীজ বপনের ২৫-৩০ দিন পর ১ম বার এবং ৪০-৪৫ দিন পর ২য় বার অটোস্টিন (০.২৫%) বা প্রোভেক্স (০.২৫%) হারে পানিতে মিশিয়ে গাছের গোড়ার মাটি ভালভাবে ভিজিয়ে দেয়া।
You must log in to post a comment.