রোগের নামঃ
চীনাবাদামের গোড়া পচা রোগ -Foot Rot of Groundnut (Sclerotium rolfsii) ছত্রাকজনিত রোগ।
লক্ষণঃ
- গাছের বৃদ্ধির যে কোন অবস্থায় এ রোগ দেখা দিতে পারে। সাধারণত গাছের যে সকল অংশ মাটির কাছাকাছি বা নিচে থাকে সে অংশসমূহ এ রোগে আক্রান্ত হয়।
- আক্রান্ত অংশে গাঢ় বাদামী হতে কালো দাগের সৃষ্টি হয়।
- আক্রান্ত গাছের গোড়ায় বা মাটিতে ছত্রাকের সাদা মাইসেলিয়াম এবং সরিষার দানার মত ছত্রাক গুটিকা (স্কেলেরোশিয়া) লক্ষ্য করা যায়।
- এ রোগের কারণে গাছের প্রধান শিকড় আক্রান্ত হলে গাছ সম্পূর্ণ ঢরে পড়ে এবং পরবর্তীতে খাদ্য ও পানি চলাচলে প্রতিবন্ধকতার কারণে গাছ মরে যায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- বীজ বপনের ১৫-২০ দিন পূর্বে মুরগির বিষ্ঠা ৫ টন/হেক্টর বা সরিষার খৈল ১ টন/হেক্টর হারে জমিতে প্রয়োগ করা।
- প্রোভেক্স ২০০ ছাত্রক নাশক (২.৫ গ্রাম/কেজি বীজ) দ্বারা বীজ শোধন করে নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে বপন করা।
- এছাড়াও বীজ বপনের পূর্বে প্রোভেক্স (২.০ গ্রাম/লিটার) মাটিতে প্রওয়োগ সহ বীজ তলায় বীজ বপন করা।
You must log in to post a comment.