বেগুনের ফল ও কান্ড পচা রোগ
বেগুনের ফল ও কান্ড পচা রোগ

বেগুনের ফল ও কান্ড পচা রোগ

রোগের নামঃ

বেগুনের ফল ও কান্ড পচা রোগ Fruit & Stem Rot of Brinjal (Phomopsis vexans) ছত্রাকজনিত রোগ।

লক্ষণঃ

  • বীজ, চারা, কান্ড, ডাল, পাতা, ফুল ও ফল এ রোগ দ্বারা আক্রান্ত হয।
  • আক্রান্ত গাছের ডালে বা কান্ডে ক্যাংকার সৃষ্টি হয়।
  • ডাল চক্রাকারে পচে যায় ফলে গাছ মারা যায়।
  • পরবর্তীতে এ রোগ ফলেও আক্রমণ করে, কালো ক্ষতের সৃষ্টি হয় ও ফলও পচে যায়।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • ক্ষেত পরিস্কার পরিচ্ছন্ন রাখা।
  • রোগমুক্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ।
  • একই জমিতে প্রতি বছর বেগুন চাষ না করা।
  • ফসল সংগ্রহ শেষে শুকনো পাতা ডাল, কান্ড, ফল ইত্যাদি সংগ্রহ পূর্বক নষ্ট বা পুড়ে ফেলা।
  • বীজ শোধন করা (কার্বেনডাজিম বা থিরাম-২ গ্রাম/প্রতি কেজি বীজ)।
  • মাঠে রোগ দেখা দিলে প্রতি লিটার পানিতে ব্যাভিষ্টিন ২ গ্রাম দিয়ে স্প্রে করা।
  • রোগ প্রতিরোধ জাত ব্যবহার করা যেমন যশোহর লোকাল, কাঁটা বেগুন, ঈশ্বরদী- ১ ইত্যাদি।

Similar Posts

X
%d bloggers like this: