ফুলকপির কার্ড পচা রোগ

ফুলকপির কার্ড পচা রোগ
লক্ষণ:
সাধারণত ছত্রাক আক্রান্ত ফুলকপির কার্ডে প্রথমে বাদামী রংয়ের গোলাকার দাগ দেখা যায় । পরে একাধিক দাগ মিলে বড় দাগ হয় এবং কার্ড পচে যায় । ব্যাকটেরিয়ার আক্রমণ হলে কার্ড দ্রুত পচে যায়।
প্রতিকার:
১. কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাক নাশক ১ গ্রাম/ লি. হরে পানিতে মিশিয়ে স্প্রে করা ( স্প্রে করার পর এক সপ্তাহ পর্যন্ত কপি তোলা যাবেনা ) ।
পরবর্তীতে যা যা করবেন না:
১. একই জমিতে বার বার কপি জাতীয় ফসল চাষ করবেন না
২. আক্রান্ত ক্ষেতে থেকে বীজ সংগ্রহ করবেন না
পরবর্তীতে যা যা করবেন:
১. বপনের আগে প্রতি কেজি বীজে ২-৩ গ্রাম প্রোভ্যাক্স বা কার্বেন্ডাজিম মিশিয়ে বীজ শোধন করে নিন।
২. লাল মাটি বা অম্লীয় মাটির ক্ষেত্রে শতাংশ প্রতি চার কেজি হারে ডলোচুন প্রয়োগ করুন (প্রতি তিন বছরে একবার)
You must log in to post a comment.