গ্লাডিওলাসের এর ঢলে পড়া ও র্কম পচা রোগ
রোগের নামঃ
গ্লাডিওলাসের এর ঢলে পড়া ও র্কম পচা রোগ (Fusarium oxysporum) ছত্রাকজনিত রোগ
লক্ষণঃ
- পুরাতন পাতার আগা থেকে মরে যেতে থাকে।
- কন্দটি আক্রান্ত হয়ে পচে যায়।
- মাটি সংলগ্ন স্থানটি পচে গিয়ে সম্পূর্ণ গাছটি মরে যায়।
সমন্বতি দমন ব্যবস্থাপনাঃ
- মুরগির বিষ্ঠ্যা ২০ কেজি হারে প্রতি শতক জমিতে প্রয়োগ করে সেচ দিয়ে ভিজিয়ে ২০-২৫ দিন রাখতে হবে। মাটি শুকালে ভালোভাবে নেড়ে ও ঢেলা ভেঙ্গে মিহি করে নেয়া।
- র্কম বা কন্দ লাগানোর পূর্বে ০.১% ব্যাভিস্টিন দ্রবণে ১৫ মিনিট শোধন করে তা বাতাসে শুকিয়ে রোপণ করা।
- ফুল চাষের অনুমোদিত পদ্ধতি অনুসরণ করা।
- চারা গজানোর ২০ দিন পর ০.১% ব্যাভিস্টিন দ্রবণ একবার চারার গোড়ায় ও গোড়ার আশেপাশের মাটিতে প্রয়োগ করা।