রোগের নামঃ
ছোলার ঢলে পড়া রোগ Fusarium Wilt of Gram (Fusarium oxysporum) ছত্রাকজনিত রোগ।
লক্ষণঃ
- ফসলের যে কোন পর্যায়ে এ রোগ দেখা যায়।
- আক্রান্ত গাছ লম্বা করে ফাটলে বাদামী থেকে কালো রঙের দাগ দেখা যায়।
- আক্রান্ত গাছ হঠাৎ পাতা হলুদ হয় গাছ হঠাৎ ঢলে পড়ে ও পরবর্তিতে গাছ শুকিয়ে যায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- আক্রান্ত গাছ তুলে নষ্ট বা পুড়ে ফেলা।
- ক্ষেতে অধিক পরিমাণ জৈব সার ব্যবহার করা।
- জমিতে ফসল পর্যায় ক্রম অনুসরণ করা।
- রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করা (বারি ছোলা- ২,৪,৫ ও ৬)।
- বীজ শোধন করা (প্রতি কেজি বীজে ২ গ্রাম ব্যাভিষ্টিন/নোইন বা ২.৫ গ্রাম প্রোভেক্স বা ভিটাভেক্স)।
You must log in to post a comment.