ছোলার ঢলে পড়া রোগ Fusarium Wilt of Gram (Fusarium oxysporum) ছত্রাকজনিত রোগ।
ছোলার ঢলে পড়া রোগ Fusarium Wilt of Gram (Fusarium oxysporum) ছত্রাকজনিত রোগ।

ছোলার ঢলে পড়া রোগ Fusarium Wilt of Gram (Fusarium oxysporum) ছত্রাকজনিত রোগ।

রোগের নামঃ

ছোলার ঢলে পড়া রোগ Fusarium Wilt of Gram (Fusarium oxysporum) ছত্রাকজনিত রোগ।

লক্ষণঃ

  • ফসলের যে কোন পর্যায়ে এ রোগ দেখা যায়।
  • আক্রান্ত গাছ লম্বা করে ফাটলে বাদামী থেকে কালো রঙের দাগ দেখা যায়।
  • আক্রান্ত গাছ হঠাৎ পাতা হলুদ হয় গাছ হঠাৎ ঢলে পড়ে ও পরবর্তিতে গাছ শুকিয়ে যায়।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • আক্রান্ত গাছ তুলে নষ্ট বা পুড়ে ফেলা।
  • ক্ষেতে অধিক পরিমাণ জৈব সার ব্যবহার করা।
  • জমিতে ফসল পর্যায় ক্রম অনুসরণ করা।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করা (বারি ছোলা- ২,৪,৫ ও ৬)।
  • বীজ শোধন করা (প্রতি কেজি বীজে ২ গ্রাম ব্যাভিষ্টিন/নোইন বা ২.৫ গ্রাম প্রোভেক্স বা ভিটাভেক্স)।

Similar Posts

X
%d bloggers like this: