রোগের নামঃ
মুগের পাতার দাগ রোগ Lea Spot of Mungbean (Cercospora cruenta & Cerocospora canescens) ছত্রাকজনিত রোগ।
লক্ষণঃ
- ফুল আসার সময় গাছের পাতয় এ রোগের আক্রমণ বেশী দেখা যায়।
- প্রথমে পাতার উপর ছোট ছোট পানিতে ভেজা সূঁচের মাথার সমান আকারের দাগ দেখা যায়।
- এই দাগগুলি বাদামী বা লালচে বাদামী রং ধারণ করে ক্রমশ আকারে বড় হতে থাকে।
- একাধিক দাগ এক সাথে মিশে বড় দাগের সৃষ্টি করে।
- ফসলের জাত ভেদে দাগগুলি বিভিন্ন ধরনের হতে দেখা যায়। কোন কোন জাতের দাগগুলি চারিদিকে বাদামী রং বলয়যুক্ত এবং কেন্দ্রের কিছুটা অংশ সাদা হয়। আবার কোন কোন জাতে দাগের বেশির ভাগ অংশই সাদাটে হয়।
- সাধারণত দাগগুলো প্রায় গোলাকার হয়।
- খুব বেশি মাত্রায় আক্রান্ত হলে গাছের পাতা শুকিয়ে ঝরে যায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- পরিত্যক্ত ফসলের অংশ নষ্ট বা পুড়িয়ে ফেলা।
- রোগ প্রতিরোধী জাত ব্যবহার করা যেমন, বারি মুগ- ২,৩,৪ ও ৫,৬।
- এ রোগ দেখা দেয়ার সাথে সাথে অটোস্টিন ৭০ ডব্লিউ পি এবং সিকিউর ৬০০ ডব্লিউ জি নামক ঔষধ প্রতি ১০ লিটার পানিতে ১০ গ্রাম হারে মিশিয়ে (০.১%) ৭-১০ দিন অন্তর অন্তর ২ হতে ৩ বার স্প্রে করে এ রোগ দমন করা যায়।
You must log in to post a comment.