রোগের নামঃ
সরিষা পাতা ঝলসানো রোগ Leaf Blight Disease of Mustard (Alternaria brassicae & Alternaria brassicicola) ছত্রাকজনিত রোগ
লক্ষণঃ
- গাছের নিচের বয়স্ক পাতায় এ রোগ দেখা যায়।
- ছত্রাকের আক্রমণে, পাতায় কান্ডে ও ফলে বিভিন্ন আকারের কালচে রঙের দাগ দেখা যায়।
- পরবর্তীকালে এ দাগগুলো একত্রিত হয়ে ক্রমেই বড় দাগের সৃষ্টি হয়।
- আক্রমণ বেশী হলে পাতাগুলো ঝলসে যায় ফলে ফলন কমে যায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- রোগমুক্ত বীজ বপন।
- রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাতের ব্যবহার করা।
- বীজ বপনের পূর্বে ২ গ্রাম ব্যাভিষ্টিন বা প্রোভেক্স বা ভিটাটেক্স ২.৫ গ্রাম/ এক কেজি বীজ দিয়ে শোধন করা।
- ১৫ নভেম্বরের মধ্যে বীজ বপন করা।
- বপনের ৫০ দিন পর রোভরাল ২.০ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করে এ রোগ সফল ভাবে দমন করা যায়।
- আক্রমণ বেশী হলে রোভরাল বা ডাইথেন এম- ৪৫ ২ গ্রাম ১ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা।
You must log in to post a comment.