রোগের নামঃ
গমের পাতা ঝলসানো রোগ Leaf Blight Disease of Wheat (Bipolaris sorokininana)
লক্ষণঃ
- পাতায় বাদামী ফুসকুরী আকারে দাগ দেখা যায়।
- পরে এসব দাগগুলো একমেত্র মিশে যায় এবং সম্পূর্ণ পাতা পোড়া দেখায়।
- আক্রমণ বেশী হলে ৩০ শতাংশ পর্যন্ত ফলন কমে যেতে পারে।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করা।
- বীজ বপনের পূর্বে প্রোভেক্স বা বিটাভেক্স ২০০ (১০০ গ্রাম/কেজি বীজ) দ্বারা শোধন করা।
- আক্রমণ বেশি হলে অনুমোদিত ছত্রাকনাশক ব্যবহার করা যথা প্রোপিকোনাজল (টিল্ট ২৫০ ইসি) ১ মিঃ লিঃ প্রতি লিটার পানিতে।
You must log in to post a comment.