চীনাবাদামের পাতার মরিচা রোগ
চীনাবাদামের পাতার মরিচা রোগ

চীনাবাদামের পাতার মরিচা রোগ

রোগের নামঃ

চীনাবাদামের পাতার মরিচা রোগ -Leaf Rust of Groundnut (Puccinia arachidis) ছত্রাকজনিত রোগ।

লক্ষণঃ

  • বয়স্ক গাছেই এ রোগের আক্রমণ বেশী হয়।
  • পাতার নিচের দিকে প্রথমে মরিচা পড়ার ন্যায় সামন্য উঁচু বিন্দুর মত দাগ দেখা যায়।
  • দাগ ধীরে ধীরে বড় হয়।
  • আক্রমণ বেশী হলে পাতার উপরের পিঠে এ রোগ দেখা যায়।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • রোগ প্রতিরোধী জাতের চাষ করা।
  • আক্রান্ত পরিত্যক্ত অংশ সংগ্রহ করে নষ্ট করা।
  • ফসল কাটার পর পরিত্যক্ত গাছ, আগাছা বা নাড়া পুড়ে ফেলা।
  • এ রোগ দেখা দিলে ক্যালিক্সিন ১ মিলি বা টিল্ট ২৫০ ইসি ০.৫ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা।
  • বাদামের মরিচা রোগ প্রতিরোধের জন্য অটোস্টিন ১ গ্রাম অথবা কন্টাফ ১ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে ১৫ দিন অন্তর অন্তর ৩ বার স্প্রে করা।

Similar Posts

X
%d bloggers like this: