রোগের নামঃ
গমের পাতার মরিচা রোগ Leaf Rust of Wheat (Puccinaia graminis tritici)
লক্ষণঃ
- গমের কান্ড, পাতা ও পর্বসন্ধিতে এ রোগ দেখা যায়।
- রোগের আক্রমণে লোহার মরিচার মতো লালচে রঙের দাগ পড়ে।
- দাগগুলো পরে কালো রঙ হয়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- আক্রান্ত ক্ষেতের নাড়া পুড়িয়ে ফেলা।
- রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করা।
- সুষম সার ব্যবহার করা।
- বীজ বপনের পূর্বে বীজ শোধন করা যথা ৩ গ্রাম প্রোভেক্স বা ভিটাটেক্স বা ২ গ্রাম ব্যাভিষ্টিন/ কেজি বীজ।
- অনুমোদিত বালাইনাশক ব্যবহার করা যথা টিল্ট ২৫০ ইসি ১ মিলি বা ক্যাালিক্সিন ০.৫ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা।
You must log in to post a comment.