গমের পাতার মরিচা রোগ Leaf Rust of Wheat (Puccinaia graminis tritici)
গমের পাতার মরিচা রোগ Leaf Rust of Wheat (Puccinaia graminis tritici)

গমের পাতার মরিচা রোগ Leaf Rust of Wheat (Puccinaia graminis tritici)

রোগের নামঃ

গমের পাতার মরিচা রোগ Leaf Rust of Wheat (Puccinaia graminis tritici)

লক্ষণঃ

  • গমের কান্ড, পাতা ও পর্বসন্ধিতে এ রোগ দেখা যায়।
  • রোগের আক্রমণে লোহার মরিচার মতো লালচে রঙের দাগ পড়ে।
  • দাগগুলো পরে কালো রঙ হয়।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • আক্রান্ত ক্ষেতের নাড়া পুড়িয়ে ফেলা।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করা।
  • সুষম সার ব্যবহার করা।
  • বীজ বপনের পূর্বে বীজ শোধন করা যথা ৩ গ্রাম প্রোভেক্স বা ভিটাটেক্স বা ২ গ্রাম ব্যাভিষ্টিন/ কেজি বীজ।
  • অনুমোদিত বালাইনাশক ব্যবহার করা যথা টিল্ট ২৫০ ইসি ১ মিলি বা ক্যাালিক্সিন ০.৫ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা।

Similar Posts

X
%d bloggers like this: