রোগের নামঃ
চীনাবাদামের পাতার দাগ বা টিক্কা রোগ -Leaf spot or Tikka Disease of Groundnut (Cercospora arachidicola) ছত্রাকজনিত রোগ।
লক্ষণঃ
- রোগের কারণে পাতার উপরে হলদে রেখা বেষ্টিত বাদামী রংয়ের গোলাকার দাগ সৃষ্টি হয়।
- দাগগুলো ক্রমেই বড় হয় এবং ছড়িয়ে পড়ে।
- দাগগুলো গাঢ় বাদামী হতে কালচে বর্ণের হয়।
- ধীরে ধীরে পাতা ঝরে যায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- আক্রান্ত গাছের পরিত্যক্ত অংশ পুড়ে ফেলা।
- রোগ সহনশীল জাতের চাষ করা।
- ফসল কাটার পর আগাছা পুড়ে ফেলা।
- রোগ দেখা দিলে প্রতি লিটার পানিতে ১ গ্রাম ব্যাভিষ্টিন/নোইন বা ২ গ্রাম ডাইথেন এম-৪৫ মিশিয়ে ১২-১৫ দিন পর পর ২-৩ বার স্প্রে করা।
- বাদামের পাতায় দাগ রোগ প্রতিরোধের জন্য অটোস্টিন ১ গ্রাম অথবা কন্টাফ ১ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে ১৫ দিন অন্তর ৩ বার স্প্রে করা।
You must log in to post a comment.