রোগের নামঃ
গমের ঝুল রোগ Loose Smut of Wheat (Ustilago tritici)
লক্ষণঃ
- গমের শীষে এ রাগ দেখা যায়।
- আক্রান্ত শীষের গায়ে অসংখ্য পাউডারের মতো কালো গুঁড়া দেখা যায়।
- আক্রমন তীব্র হলে শীষ থেকে গমগুলো ঝরে পড়ে এবং শীষ দানাশুন্য যায়।
- বাতাসের সাহায্যে এ রোগ ছড়ায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- রোগমুক্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করা।
- আক্রান্ত শীষ দেখা মাত্র সংগ্রহ করে পুড়ে ফেলা।
- বীজ বপনের পূর্বে বীজ শোধন করা যথা ৩ গ্রাম প্রোভেক্স বা ভিটাটেক্স বা ২ গ্রাম ব্যাভিষ্টিন/ কেজি বীজ।
- ছত্রাকনাশক ব্যবহার করা। যেমন ব্যাভিষ্টিন- ১ গ্রাম/ লিটার পানি।
You must log in to post a comment.