রোগের নামঃ
সরিষার অরোবাংকি রোগ (Orobanchi sp.) সপুষ্পক পরজীবিঘটিত রোগ।
লক্ষণঃ
- বীজ বপনের ৪৫-৫৫ দিন পরে এ পরজীবী উদ্ভিদের আক্রমণ পরিলক্ষিত হয়।
- কা- হলুদ বাদামী বর্ণ ধারণ করে এবং বেগুনী রঙের ফুল দেখা যায়।
- সরিষা গাছের শিকড়ের সাথে এ সপুষ্পক উদ্ভিদ সংযোগ স্থাপনের মাধ্যমে খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকে।
- আক্রান্ত সরিষার গাছ দুর্বল হয়, বৃদ্ধি কমে যায় এবং ফলন হ্রাস পায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- ফসল চাষের শস্যাবর্তন পদ্ধতি অনুসরণ করা।
- ফুল আসার পূর্বে এ পরজীবি জমি থেকে উঠিয়ে ফেলতে হবে।
- বীজ বপনের পূর্বে জমি লাঙ্গল দিয়ে গভীর ভাবে চাষ করা।
- রোগ প্রতিরোধী জাত যেমন-বারি সরিষা ১১, বারি সরিষা ১৬ এর চাষ করা।
You must log in to post a comment.