আলুর নরম পচা রোগ
আলুর নরম পচা রোগ

আলুর নরম পচা রোগ

রোগের নামঃ

আলুর নরম পচা রোগ Potato Soft Rot Disease (Erwinia carotovora)  ছত্রাক রোগ।

লক্ষণঃ

  • আক্রান্ত আলুর কোষ পচে যায়।
  • পচা আলুতে উগ্র গন্ধ বের হয়।
  • চাপ দিলে আলুা থেকে দূষিত পানি বের হয়।
  • আক্রান্ত অংশ ঘিয়ে রংয়ের এবং নরম হয়।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • সুস্থ ও রোগ মুক্ত বীজ ব্যবহার করা।
  • অতিরিক্ত সেচ পরিহার করা।
  • উচ্চ তাপ এড়ানোর জন্য আগাম চাষ করা ১% ব্লিচিং পাউডার বা ৩% বরিক এসিডের দ্রবনে আলু বীজ শোধন করে সংরক্ষণ করা।

Similar Posts

X
%d bloggers like this: