রোগের নামঃ
মুগের পাউডারী মিলডিউ রোগ Powdery Mildew of Mungbean (Oidium sp.) ছত্রাকজনিত রোগ।
লক্ষণঃ
- পাতা, কান্ড ও ফল আক্রান্ত হয়।
- আক্রান্ত পাতা, কান্ড ও ফলে সাদা পাউডারের মত আবরণ পড়ে।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- আগাম বীজ বপন করা।
- সুষম সার প্রয়োগ করা।
- পরিমিত সেচ প্রদান।
- রোগ প্রতিরোধী জাত ব্যাবহার করা।
- আক্রান্ত অংশ সংগ্রহ করে নষ্ট বা পুড়ে ফেলা।
- রোগ দেখা দিলে প্রতি লিটার পানিতে ১.২ মিলি টিল্ট ২৫০ ইসি বা থিয়োভিট ২ গ্রাম মিশিয়ে ১২-১৫ দিন অন্তর স্প্রে করা।
You must log in to post a comment.