রোগের নামঃ
ঢেঁড়শের শিকড়ের গিঁট রোগ Root Knot of Lady’s Finger
রোগের কারণঃ Meloidogyne incognita ও Meloidogyne javanica দ্বারা এ রোগ হয়।
লক্ষণঃ
- শিকড়ে ছোট ছোট গিট দেখা যায় এবং আস্তে আস্তে বড় হয়।
- রোগাক্রান্ত শিকড়ে সহজেই পচন ধরে।
- রোগাক্রান্ত শিকড়ে সহজেই পচন ধরে।
- গিঁট কৃমির আক্রমণে মাটিবাহিত অন্যান্য রোগের প্রকোপ বেড়ে যায়।
- গাছের পাতা ছোট, খর্বাকৃতি হয়।
- এর ফলে গাছ বাড়ে না, ফুল ও ফল ধরে না এবং ফলন কমে যায়।
- পরিশেষে গাছ মরেও যেতে পারে।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- আক্রান্ত গাছ দেখা মাত্র তুলে ধ্বংস করা।
- একই জমিতে বারবার এ ফসল চাষ না করা।
- জমি গভীর ভাবে চাষ দিয়ে রাখা।
- শেষ চাষে ফুরাডান বা মিরাল ব্যবহার করা।
- চারা রোপণের ৮-১০ দিন পূর্বে মাটিতে ট্রাইকো-কম্পোস্ট হেক্টর প্রতি ২.৫ টন হিসেবে প্রয়োগ করলে ঢেঁড়শের কৃমি জনিত শিকড় গিঁট রোগ কার্যকরী ভাবে দমন করা যায়।
You must log in to post a comment.