রোগের নামঃ
ভুট্টার বীজ পচা ও চারা ঝলসানো রোগ Seed Rot & Seedling Blight of Maize (Pythium spp.)
লক্ষণঃ
- এটি বীজবাহিত ও মাটি বাহিত রোগ।
- ভুট্টার বীজ বপনের পর রোগজীবাণু দ্বারা আক্রান্ত হয়।
- আক্রমণ বেশী হলে অংকুর মরে যায় ও বীজ পচে যায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- সুস্থ সবল ও রোগমুক্ত বীজ ব্যবহার করা।
- মাটিতে রসের আধিক্য না হওয়া।
- জমিতে পরিণত রস অবস্থায় বীজ বপন করা।
- বীজ বপনের পূর্বে বীজ শোধন করা যথা ৩ গ্রাম প্রোভেক্স বা ভিটাটেক্স ২০০ বা ভিটাফ্লো বা ২ গ্রাম ব্যাভিষ্টিন/ কেজি বীজ।
You must log in to post a comment.