পাটের কান্ড পচা রোগ Stem Rot of Jute (Macrophomina phaseolina), ছত্রাকজনিত রোগ।
পাটের কান্ড পচা রোগ Stem Rot of Jute (Macrophomina phaseolina), ছত্রাকজনিত রোগ।

পাটের কান্ড পচা রোগ Stem Rot of Jute (Macrophomina phaseolina), ছত্রাকজনিত রোগ।

রোগের নামঃ

পাটের কান্ড পচা রোগ Stem Rot of Jute (Macrophomina phaseolina), ছত্রাকজনিত রোগ।

লক্ষণঃ

  • চারা অবস্থায় কান্ডের উপর গাঢ় বাদামী রঙের দাগ পড়ে।
  • দাগ ক্রমেই ছড়িয়ে পড়ে। কান্ড দূর্বল হয়।
  • আক্রান্ত স্থান থেকে গাছ ভেঙ্গে পড়ে। কখনও কান্ড পচে গাছ মারা যায়।
  • বীজ গজানোর সময় ছত্রাকের আক্রমণে বীজ পচে যায় এবং গাছ মাটির উপরে আসার আগেই মারা যায়।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • আক্রান্ত দেখা মাত্র তুলে পুড়ে ফেলা।
  • সুস্থ ও রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ।
  • সুষম মাত্রায় সার ব্যবহার করা।
  • বীজ বপনের পূর্বে বীজ শোধন করা, ভিটাফ্লো বা প্রোভেক্স বা ভিটাটেক্স- ৩ গ্রাম বা ব্যাভিষ্টিন- ২ গ্রাম/ কেজি বীজ।
  • আক্রমণ বেশী হলে ডাইথেন এম- ৪৫ ২.৫ গ্রাম/ প্রতি লিটার পানি মিশিয়ে স্প্রে করা।

Similar Posts

X
%d bloggers like this: