রোগের নামঃ
পাটের কান্ড পচা রোগ Stem Rot of Jute (Macrophomina phaseolina), ছত্রাকজনিত রোগ।
লক্ষণঃ
- চারা অবস্থায় কান্ডের উপর গাঢ় বাদামী রঙের দাগ পড়ে।
- দাগ ক্রমেই ছড়িয়ে পড়ে। কান্ড দূর্বল হয়।
- আক্রান্ত স্থান থেকে গাছ ভেঙ্গে পড়ে। কখনও কান্ড পচে গাছ মারা যায়।
- বীজ গজানোর সময় ছত্রাকের আক্রমণে বীজ পচে যায় এবং গাছ মাটির উপরে আসার আগেই মারা যায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- আক্রান্ত দেখা মাত্র তুলে পুড়ে ফেলা।
- সুস্থ ও রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ।
- সুষম মাত্রায় সার ব্যবহার করা।
- বীজ বপনের পূর্বে বীজ শোধন করা, ভিটাফ্লো বা প্রোভেক্স বা ভিটাটেক্স- ৩ গ্রাম বা ব্যাভিষ্টিন- ২ গ্রাম/ কেজি বীজ।
- আক্রমণ বেশী হলে ডাইথেন এম- ৪৫ ২.৫ গ্রাম/ প্রতি লিটার পানি মিশিয়ে স্প্রে করা।
You must log in to post a comment.