মসুরের স্টেমফাইলিয়াম ব্লাইট রোগ Stemphylium Blight of Lentil (Stemphylium botryosum) ছত্রাকজনিত রোগ।

রোগের নামঃ

মসুরের স্টেমফাইলিয়াম ব্লাইট রোগ Stemphylium Blight of Lentil (Stemphylium botryosumছত্রাকজনিত রোগ।

লক্ষণঃ

  • মধ্য বয়স থেকে শুরু করে বয়স্ক গাছে যে কোন সময় এরোগ দেখা যায়।
  • রোগের প্রাথমিক অবস্থায় পাতার উপর হালকা বাদামী বা শুকনা খড়ের রঙের ন্যায় সূঁচের অগ্রভাগ আকারের ছোট ছোট দাগ দেখা যায়।
  • দাগগুলো আকারে দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং ৩ থেকে ৪ দিনের মধ্যেই সম্পূর্ণ পাতা আক্রান্ত হয়ে ঝরে পড়ে।
  • ধীরে ধীরে নতুন নতুন শাখার অগ্রভাগও আক্রান্ত হয় এবং শুকিয়ে মরে যায়।
  • আক্রমণের প্রকোপ বেশি হলে সমগ্র ফসলের মাঠে ঝলসানো মনে হয়। তবে ফলগুলি তখনও সবুজ থেকে যায়।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • মসুরের রোগ প্রতিরোধ জাত বা উন্নত জাত বারি মসুর-৪ এর চাষ করা।
  • আক্রান্ত গাছ তুলে নষ্ট বা পুড়ে ফেলা।
  • সুষম সার ব্যবহার করা।
  • অতিরিক্ত সেচ পরিহার করা।
  • অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে মসুর বীজ বপন করা।
  • সিকিউর ৬০০ ডব্লিউ জি বা রোভরাল-৫০ ডব্লিউ পি বা কম্প্যানিয়ন ০.২% বা নিম পাতার রস স্প্রে করা।
  • কম্প্যানিয়ন (০.২%) হারে স্প্রে করলে এ রোগের আক্রমণ কম হয় এবং ভাল ফলন পাওয়া যায়।
  • মসুরে ফুল আসা শুরু করলেই প্রতিষেধক হিসেবে টেবুকোনাজল গ্রুপের ছত্রাকনাশক ফলিকুর-২৫০ ই ডব্লিউ ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে ৭-১০ দিন অন্তর ২-৩ বার পাতায় স্প্রে করলে ভাল ফল পাওয়া যায়। এ ছাড়া নাটিভো স্প্রে করলেও এ রোগের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়।

Similar Posts

X
%d bloggers like this: