* সুন্দরবন র্ফাম.কম এ অর্ডার করার জন্য আপনাকে ধ্যনবাদ, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে বুকিং দিনের সাতে ডেলিভারি দিনের দাম আপ-ডাউন হতে পারে শুধু মাত্র হাঁস মুরগির বাচ্চার জন্য, সুন্দরবন র্ফামের সকল নিয়ম নীতি মেনে অর্ডার করিবার জন্য ধ্যনবাদ ।
* অর্ডার করিবার ৭ থেকে ১০ দিনের ভিতরে প্রোডাক্ট ডেলিভারি দেয়া হয়।
* সুন্দরবন র্ফামের সকল পন্য পরিবাহনের ম্যাধমে পাঠিয়ে দিয়া হয় সে ক্ষেত্র কনো প্রকার যান্ত্রিক বা প্রাকৃতিক কারনে কয় ক্ষতি হলে কর্তৃপক্ষ দায়ি থাকবে না।
*পরিবাহন খরচ ক্রেতা বহন করবে ।
*মেশিনের ফ্রী সার্ভিস ওয়ারেন্টি বা মেশিন ব্যবহার করিবার প্রশিক্ষণ নিতে হলে মেশিন সহ আমার অফিসে আসতে হবে আমাদের প্রতিষ্টানের কোন স্টাফ কোন গ্রাহকের বাড়িতে যেয়ে মেশিন র্সাভিসিং করা বা প্রশিক্ষন দেয় না ।
*বিক্রয়কৃত প্রোডাক্ট ফেরত যোগ্য নয়। কোন অভিযোগ থাকলে তিন দিনের ভিতর জানাতে হবে ।
*নির্ধারিত সময়ের মধ্যে প্রোডাক্ট ডেলিভারি নিতে ব্যর্থ হলে অগ্রিম টাকা বাতিল বলে গণ্য হবে ।
*যান্ত্রিক বা প্রাকৃতিক সমস্যার কারণে প্রোডাক্ট ডেলিভারি দিতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না ।
*কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট ডেলিভারি করার পর যদি রিসিভ না করেন অগ্রীম টাকা বাতিল বলে গণ্য হবে ।
( আমরা র্সবদা আপনার সেবায় নিয়োজিত )